অবতক খবর,৮ আগস্ট: ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ী থেকে বাজার কমিটি পূর্ন সহযোগিতা করেছে। হয়ত এক শতাংশ মানুষ বিরোধীতা করেছে। দাবি হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষের।
এদিন হুকুমচাঁদ জুটমিলে তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির রক্তদান অনুষ্ঠানে এসে তিনি বলেন, সরকারি নির্দেশ পেয়ে পুরসভা ফুটপাত থেকে সরে যেতে দোকানদারদের সময় বেঁধে দিয়েছিল। সেই মতো অনেকে ফুটপাত খালি করে দেয়।
এরজন্য স্থানীয় বাজার কমিটি তাদেরকে সহযোগিতা করেছে। কিছু বিক্রেতাকে তারা বাজারের মধ্যে বসবার জায়গাও দিয়েছে। তবুও কিছু হকারের জন্য পুরসভার তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে। পুরপ্রধান আরো বলেন, হকারদের পুনরবাসন নিয়ে একটা প্রোজেক্ট জমা দেওয়া হয়েছে। সরকারি স্তরে চিন্তা ভাবনাও চলছে। হকারদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে।