ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে শুক্রবার দুপুরে ।
সূত্রের খবর মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়।মুহূর্তে কালো
ধোঁয়াতে ঢেকে যায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।
জানা যায় ,ওই কালো ধোয়াতে অসুস্থ হয়ে পড়েন ওই মলে থাকা বেশির ভাগ মানুষ ।অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়।জানা যায় ,মলটির চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই রয়েছে সিনেমাহল। সপ্তাহান্তে সেখানে বেশ কয়েক জন ভিড়ও জমিয়েছিলেন|

দমকলের তরফে জানানো হয়েছে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আনা হয়েছে দু’টি হাইড্রলিক মই। সেগুলির মাধ্যমে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে| তবে কি করে এই অগুন ছড়ালো তা এখনও স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে ।