অবতক খবর,১৯ সেপ্টেম্বর,ডুয়ার্স: ফের কাঠচুরির ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে রুটিন মাফিক জঙ্গলের টহলদারির সময়।মরাঘাট জঙ্গলের এস এম জি ৭ কর্ম্পাটমেন্টে ঐ ব্যক্তিকে একটি শাল গাছ কাটার সময় হাতেনাতে ধরে ফেলে বনকর্মীরা। এদিন মোরাঘাট রেঞ্জের গোসাইরহাট বনাঞ্চলের বিট অফিসারের নেতৃত্বে যখন জঙ্গলে টহলদারি চালানো হচ্ছিল, সেই সময় একটি গাছ কাটার শব্দ লক্ষ্য করে এগিয়ে যান বনকর্মীরা।সেই সময় কয়েকজন বনকর্মীদের দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং একজনকে আটক করা হয়। এরপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মোরাঘাট রেঞ্জ অফিসে। মোরাঘাট রেঞ্জের এসিএফ বিপাশা পারুল বলেন, এই অভিযুক্তর থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। এদের সাথে বিশাল চক্র কাজ করছে। তবে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। এদিন বাদল রায় নামে ওই কাঠ চোরের থেকে দুটি সাইকেল এবং দুটি লক বাজেয়াপ্ত করে বনদপ্তর।