নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি বাজার এলাকায় ফের পথদুর্ঘটনা। পথদুর্ঘটনায় মৃত এক মৎস্য ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য ব্যবসায়ী গঙ্গাজলঘাটি জামগাড়ি গ্রামের বাসিন্দা (৫০)। দিলীপ কর্মকার সকাল বেলায় গঙ্গাজলঘাটি বাজারে মাছের আড়তে মাছ কিনতে এলে দুর্ঘটনার কবলে পড়েন। পাথর বোঝাই একটি ১০ চাকার ডাম্পার ঐ মৎস্য ব্যবসায়ীকে রাস্তা পারাপারের সময় পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মৃত্যু হয় ওই মৎস্য ব্যবসায়ীর। ঘাতক গাড়িটিকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। যদিও ডাম্পারের চালক ও খালাসি পলাতক।

স্থানীয় বাসিন্দাদের দাবি গঙ্গাজলঘাটি  বাজারে  জাতীয় সড়কের ধারে মাছের আড়ত থাকায় সকাল থেকেই ভিড় জমতে শুরু করে জাতীয় সড়কের উপর। আর এই ভিড়ের কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের কাছে দাবী মাছের আড়ত টিকে অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তরিত করা হোক।