অবতক খবর,১২ মে,কলকাতা,সুমিত: গতকাল ফের বউবাজারে মেট্রোর কাজ চলার কারণে সেখানকার বাড়িগুলিতে ফাটল ধরা শুরু হয়। যার ফলে আতঙ্কিত এলাকার বহু মানুষজন। আতঙ্কে ঘর বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করেছেন বাসিন্দারা। এরপরই তাঁরা খবর দেন স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে মেট্রো কর্মীদেরকে ঘিরে বিক্ষোভে দেখান কাউন্সিলর বিশ্বরূপ দে। বৃহস্পতিবার সকালে দেখা যায় দূর্গা পিতুরি লেন এলাকায় পুলিস প্রহরা চলছে। বেরিকেড দিয়ে দেওয়া হয়েছে। মেট্রোর কাজও বন্ধ।
তিনি জানান, এত বড় কাজ হলেও সন্ধ্যার পর থেকে কোনও ইঞ্জিনিয়ার নেই। মানুষ তো আতঙ্কিত হবেন। মেট্রোর কি পয়সা কমে গেছে? ২০১৯ শে এতগুলি বাড়ি পড়ে গেল তবুও কোনও হেলদোল নেই কেন? এত গাফিলতি?
তবে ইতিমধ্যেই বড়বাজার থানার পক্ষ থেকে বেশ কয়েকজন বাসিন্দাদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হযেছে। বেশ কযেকজন অন্যত্র চলে গেছেন আতঙ্কে। তবে যাঁরা হোটেলের রয়েছেন তাঁরা জানান, থানার পক্ষ থেকে এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে গতকালই তাঁদের এই হোটেলে নিয়ে আসা হয়। কবে সুস্থভাবে ফের বাড়ি ফিরবেন তা জানা নেই।
আজ সকালেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম।