অবতক খবর: চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপির কৌশলগত অবস্থান। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলো তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। রবিবার হুগলির তারকেশ্বর ও আরামবাগে যাবে দলটি। সোমবার দক্ষিণ ২৪ পরগনায় যেতে পারে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল।
জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে ৫ সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যে পঞ্চায়েত ভোটের পরেই রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বের বাংলায় আসে বিজেপির তথ্য অনুসন্ধানকারী একটি দল। এরপর ৫ সাংসদ সদস্যের এক মহিলা প্রতিনিধি দল পাঠিয়েছিল তাঁরা।
অতীতে বাম জমানাতেও বিজেপি রাজ্যে এভাবেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। এই প্রতিনিধি দল আনুষ্ঠানিক ভাবে সরকারি প্রতিনিধি দল না হলেও দলীয় স্তরে এর গুরুত্ব হল কর্মী- সমর্থকদের মনোবলকে তাঁতিয়ে রাখা। আট মাস পরেই দেশে লোকসভা ভোট। তাঁর আগে বিজেপির দলীয় স্তরে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রেরণ কড়া রাজনৈতিক কৌশল একদিকে রাজ্যের শাসক দলকে চাপে রাখা এবং অন্যদিকে বিজেপির কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখা।