অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া:- জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং স্থানীয় তৃণমূল নেতা মইনুল হোসেন মোল্লা তার স্ত্রী এবং মেয়েকে বেধড়ক মারধর করছেন এমন ছবি ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জগৎবল্লভপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার মইনুল হোসেন মোল্লা তার নিজের প্রোফাইল থেকে নিজের স্ত্রী এবং মেয়েকে মারধর এর ছবি নিজেই পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘ স্ত্রী এবং মেয়েকে মারধর করছি। কেমন লাগছে বন্ধুরা?’ গত বুধবার কয়েকটি ভিডিও সমেত এই লেখা নিজের ‘পালোয়ান গামা’ প্রোফাইল থেকে শেয়ার করেন তিনি। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হতে থাকে।
প্রচুর মানুষ শেয়ার করতে শুরু করেন মঈনুলের পোস্ট। সেই পোস্টে সমালোচনার ঝড় উঠলে কিছুক্ষনের মধ্যেই তিনি পোস্টটি সরিয়ে দেন। কিন্তু ততক্ষণে ছড়িয়ে পড়ে সেটি। রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। এরপরই তিনি স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বন্ধ তার মোবাইল ফোনটিও। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, মইনুল তার স্ত্রীকে প্রায়ই মারধর করেন। বারবার তাকে বলা সত্ত্বেও তিনি নিজেকে শোধরাননি। স্থানীয় শংকরহাটি দু নম্বর পঞ্চায়েতের উপ প্রধান এবং মইনুলের প্রতিবেশী জানান, একটা দায়িত্বশীল পদে থেকে তিনি যেভাবে বাড়ির লোককে মারধর করেছেন তা মেনে নেওয়া যায় না। এতে সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হবে।
অন্যদিকে, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, এই ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা। তার পরিবারের লোকজনকে এভাবে মারধর করা হয়েছে তা নিন্দনীয়। আমরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব।