অবতক খবর,১৬ ডিসেম্বর: রাজ্য সরকারের নতুন কর্মসূচি “বঙ্গ ধ্বনি যাত্রা” ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। এর পাশাপাশি চলছে “দুয়ারে সরকার” কর্মসূচি। বীজপুরের তৃণমূল নেতা-নেত্রীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচির প্রচার করছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনছেন।

তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারীকে মানুষের পাশে দাঁড়াতে। আর এই কার্যে তাঁকে সহযোগিতা করছেন অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। তিনি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সরকারের বিগত দশ বছরের উন্নয়ন সম্পর্কে মানুষকে অবগত করছেন এবং লিফলেট বিলি করছেন।

গতকাল তিনি কাঁচরাপাড়া ১৮ নং ওয়ার্ডে “বঙ্গ ধ্বনি যাত্রা” করেছেন। সেখানে অধিবাসীরা তাঁর পথ আটকে তাঁর কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলেছেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ তাঁর কাছে জানান যে,তাদের ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় একটা ত্রিপল তাদের অনেক কাজে লাগবে। আর এই কথা শুনেই ২৪ ঘন্টার মধ্যে ওই অঞ্চলের বেশ কিছু বাড়িতে সুবোধ অধিকারী ত্রিপল পাঠিয়ে দেন। ত্রিপল পেয়ে তারা খুব খুশি হয়েছেন এবং সুবোধ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।