অবতক খবর,৪ ডিসেম্বর: বড় বড় অট্টালিকার ভিড়ে হারিয়ে যাচ্ছে মুলি বাঁশের বেড়া। বিগত সময়ে বেশির ভাগ গ্রামেই দেখা যেতো এই মুলি বাঁশের বেড়ার তৈরি বাড়ি। কিন্তু বর্তমান সময়ে আজ শহরের হাওয়া গ্ৰামেও। কাঁচা বাড়ি ভেঙে তৈরি হচ্ছে পাকা বাড়ি। তাই আগে থেকে চাহিদা কম মুলি বাঁশের বেড়ার।

রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে অনেক গরিব মানুষের পাকা বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। তার কারণেই অনেকটাই চাহিদা কমে গেছে বলে দাবি করেছেন মুলি বাঁশের বেড়া বিক্রেতারা।

অন্যদিকে বাসের লাগামছাড়া দাম। ফলে বেড়ার চাহিদা কম থাকায় আগের মত বিক্রি নেই মুলি বাঁশের বেড়ার। কিন্তু আজও এই কুটির শিল্পকে জিয়ে রেখে কোনোরকমে সংসার চালাচ্ছেন তারা।