অবতক খবর,৩ অক্টোবর: বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। সেই সঙ্গে পড়লেন নৌকা দূঘটনার কবলে। অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম। মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সোমিত্র রায়। কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি। ঘটনাটি মালদার জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে এই দূঘটনা। অন্য দিকে সংশ্লিষ্ট এলাকায় আজ ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সংসদ মৌসুম বেন জির নূরকে। এই বিষয়ে সাংসদ জানান আজ স্থানীয় কর্মাধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। ত্রাণ না পেয়ে কেউ ফিরে যাবে না সকলেই পাবে। অন্যদিকে নৌকায় চাপতে গিয়ে পড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন এটি একটি দুর্ঘটনা।

রাজ্যসভার সাংসদ কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর বক্তব্য – সেচ দপ্তরের মন্ত্রী মালদায় আছেন। তারপরও ভাঙ্গন রোধের কাজ হয় না মালদায়। অথচ কেন্দ্রীয় সরকার ভাঙ্গন রোধের টাকা দিয়েছে। ভাঙ্গন রোধের কাজ না করে এখন ত্রাণ বন্টন করতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ আছে বিক্ষোভ দেখাচ্ছে।