অবতক খবর,৭ ডিসেম্বরঃ বরানগর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড নৈনান পাড়া এলাকায় ১৮ বছর ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ(BI)বেঙ্গল ইউম্যানিটি কারখানা,২৫ বিঘা জমিতে গড়ে ওঠা এই কারখানায় একসময় মূল্যবান ওষুধ তৈরি হতো,২০০৪ সাল থেকে এই কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে,আর এই বন্ধ অবস্থার সুযোগ নিয়ে পরিতক্ত্য এই কারখানায় প্রকাশ্যে দিনের আলোয় ও রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এই কারখানার ভেতরের যন্ত্রাংশ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র লুঠপাট করে নিয়ে যাচ্ছে,দুষ্কৃতীদের এই দৌরাত্মের ফলে এলাকার মানুষজন যথেষ্টই আতঙ্কিত,কারখানার ভেতরে দুষ্কৃতীদের লুঠ করার সেই ছবি ধরা পরল সংবাদমাধ্যমের ক্যামেরায়,এলাকার বাসিন্দারা এতটাই আতঙ্কিত যে তারা দুষ্কৃতীদের ভয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি,দুষ্কৃতিদের দৌরাত্মের বিষয়ে বরানগর থানার পুলিশকে জানানো সত্বেও পুলিশ নির্বিকার, পরিতক্ত্য বন্ধ কারখানায় দুষ্কৃতীদের দৌরাত্মের বিষয়ে।

তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল বলেন,মুখ্যমন্ত্রী ও সাংসদ কে জানানো হয়েছে এই কারখানা কেন্দ্রীয় সরকারের থেকে অধিগ্রহণ করে এখানে ওষুধ কারখানা তৈরি করে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার, সরকার আমাদের এই দাবি চিন্তাভাবনা করছে।

 

বিজেপি নেতা রাজীব মিশ্র বলেন,আমরা এই ঘটনার বিষয়ে প্রতিবাদ জানিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের একাংশও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু তৃণমূলের ওপরতলার নেতৃত্ব পুরো চুপচাপ,প্রশাসনও নিশ্চুপ।

সিপিআইএম নেতা প্রদীপ মজুমদার বলেন,সারা রাজ্যটাই এখন দুষ্কৃতীদের দখলে চলে গেছে,বন্ধ কারখানায় যন্ত্রপাতি দুষ্কৃতীরা ভেঙে নিয়ে চলে যাচ্ছে,রাজ্য সরকার নির্বিকার,রাজ্যে এখন একটা কথাই চলছে,যে মারে সেও তৃণমূল,যে মরে সেও তৃণমূল আর যে টাকা পায় সেও তৃণমূল।