অবতক খবর,২৭ জুলাই: বিশ্বনাশী করোনা ভাইরাস এবার থাবা বসালো কল্যাণীতে। সম্পূর্ণ লকডাউনের সময় কল্যাণী ছিল করোনা মুক্ত। কিন্তু আনলক ১ এবং ২-এর পরেই করোনা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে কল্যাণীর বিভিন্ন এলাকায়। কল্যাণীর এ ব্লক, বি ব্লক, কল্যাণী সীমান্ত এবং সি ব্লকে এখন করোনা আক্রান্তের ছড়াছড়ি। প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বেশ ভালই বেড়ে চলেছে।
কল্যাণী শহরে শিক্ষিতের সংখ্যা বেশি। তবু তার মধ্যেই ঠিকমতো সাবধানতা অবলম্বন না করার ফলে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে ক্রমশই উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আপামর কল্যাণীবাসীর মধ্যে। মাস্ক না পরা, যত্রতত্র থুথু ফেলা, হাত ঠিকমত না ধোয়া, জামা কাপড় না কাচা, সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানা এসবই রোগটি ছড়িয়ে পড়ার কারণ বলে ধরা হচ্ছে।
এরই মধ্যে এ ব্লকের একজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। তবুও হেলদোল নেই মানুষের মধ্যে। অথচ এই রোগটি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো পর্যন্ত কল্যাণীতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬১ জন। কোমরবিডিটি থাকলেও সামান্য কিছু সতর্কতা বিধি পালন করলেই এই রোগটি থেকে দূরে থাকতে পারা যায় এবং অযথা হয়রানির হাত থেকে বাঁচা যায়।