অবতক খবর,২৫ ফেব্রুয়ারিঃ বলাগড়ের খামারগাছিতে একটি স্কুলের হল ঘর উদ্বোধনে এসে লকেট বলেন,উনি (শুভেন্দু) জানেন।কোন কৌশল নেই,যে অন্যায় করবে তার নাম যদি জানা থাকে সেটা সর্বসম্মুখে আনা উচিত,এবং শাস্তি হওয়া উচিত। কুন্তল তাপস এদের যে নাম আসছে একের পর এক জেলে যাচ্ছে, মানুষের জানা উচিত তাদের টাকা কারা লুট করেছে। শুভেন্দু অধিকারী মহাশয় যে তথ্য সামনে আনছেন সেগুলো সঠিক তথ্য।
খুবই খারাপ লাগে রাজ্য কর্মচারীদের উনি কিভাবে। মাঝেমধ্যে কুকুরের মতন ঘেউ ঘেউ করেন এই সব ধরনের কথা বলেন। উনি কি সম্মান দেন রাজ্য সরকারি কর্মচারীদের সেটা বোঝা যাচ্ছে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বাড়ানো হচ্ছে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মমতা ব্যানার্জির কথা শুনে তৃতীয় বারের জন্য এলেও এত পরিশ্রম করেও রাজ্য সরকারি কর্মচারীদের ভিকিরির মতন দেখেন।আমার মনে হয় তাদের আন্দোলনে নামে উচিত,এবং সম্পূর্ণভাবে তাদের আন্দোলনের সমর্থনে আমি আছি।
শিক্ষামন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, পুরো শিক্ষা জগৎটাই তো জেলের ভেতরে তাই উনি ভুলভাল বলছেন।।