অবতক খবর,৩ আগস্ট: বহরমপুরের সেচ নিবাসে সাংবাদিক বৈঠক করলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
তিনি জানালেন,মুর্শিদাবাদ নদীমাতৃক জেলা।২০১১ সাল থেকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার উপর বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দি মাস্টারপ্ল্যান হওয়ার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। এছাড়াও প্লাবন ও ভাঙ্গনের ফলে বিভিন্ন জায়গায় অসুবিধায় পড়তে হয়েছে জেলা বাসীদের। আইআরডিএফ-এর ৬৫ কোটি টাকার কাজ শুরু হবে এখানে। বীরভূম ও মুর্শিদাবাদে ৭০ কোটি,মোট ১৩৫ কোটি টাকার কাজ বর্ষার পরে শুরু হবে। তাই আজ মুর্শিদাবাদের ইঞ্জিনিয়ার, পৌর এক্সিকিউটিভ নিয়ে রিভিউ মিটিং করা হলো এবং করোনা আবহের মধ্যেও কাজ চলছে, এছাড়াও পৌর এলাকা গুলিতে যেভাবে নিকাশি ব্যবস্থা হয়ে আছে সেই দিকে নজর দেওয়া হচ্ছে।