অবতক খবর,সংবাদদাতা ::  গোটা দেশজুড়ে লকডাউন এর কারণ মন্দির থেকে মসজিদে সব জায়গায় বন্ধ হয়ে আছে। বহরমপুর শহরের গোয়ালপাড়া মাঠে অক্ষয় তৃতীয়ায় শুরু হয় 10 মুন্ডু কালিমেলা । কিন্তু সরকারি নির্দেশে সমস্ত কিছু বন্ধ।তরুণ সংঘ ক্লাবের উদ্যোক্তারা করোনা সংক্রমনের কথা মাথায় রেখে প্রথমেই মেলা বাতিল করার চিন্তাভাবনা নিয়েছিলেন। কিন্তু এবারের প্রতিমা অন্যবারের তুলনায় অনেকটাই ছোট আকারের করা হয়েছে ,এবং করোনা সংক্রমণের কারণে যজ্ঞের আয়োজন করা হয়েছে।

এই পুজোয় বলি দেওয়া হল শোল মাছ ,প্রতি বছরের ন্যায় এই মাঠে বসে বড় ধরনের মেলা। ভক্তরা বিশ্বাসের সঙ্গে আসেন ঠাকুর দর্শন করতে, কিন্তু এবার চারিদিক ফাঁকা অবস্থায় পড়ে আছে, কমিটি সদস্যরা দূরত্ব বজায় রেখে সকলকে প্রতিমা দর্শন করতে অনুরোধ জানাচ্ছেন। গ্রামগঞ্জ থেকে ছুটে আসেন বহু মানুষ এই পুজোতে, এবার পুজোয় সেইরকম জৌলুস নেই বললেই চলে ,নিয়ম মেনে যতটুকু করার দরকার পুজো কমিটি সেই চেষ্টা করেছে।