অবতক খবর :: বহরমপুর ::    বহরমপুর হাতিনগর গ্রাম পঞ্চায়েতে আবারো অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। এই অঞ্চলে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে কিন্তু তারা রাজ্য সরকারের ঘোষণা মত রেশন সামগ্রী পাচ্ছেন না। তাই পঞ্চায়েত প্রধানের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা গেল রাজ্য সরকার যে রেশন কার্ড দিয়েছিল তাতে সঠিকভাবে রেশন সামগ্রী পাচ্ছেন না, তিনি আরো বলেন বিডিও সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। এবং আদিবাসী মহিলাদের অভিযোগ রেশন ডিলার তাদের সঙ্গে অভদ্র আচরণ করছেন। সঠিক মাল তারা পাচ্ছেন না । তাই আধিকারিকদের কাছে তাদের অনুরোধ বিষয়টি যেন দেখা হয়।