অবতক খবর,৮ সেপ্টেম্বর: বাঁধ কেটে বন্যার জল বের করার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও মিলছে না সুরাহা। বাঁধের কাটা অংশ দিয়ে গত কয়েক দিন ধরে হু হু করে জল বেরোলেও, এখন জলমগ্ন মালদার মানিকচকের ভূতনীর বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে চরম সংকটে ভূতনীবাসী।
এরমধ্যে ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের কাঁটা বাঁধের অংশে চলছে ভাঙন। যা নিয়ে যারপরনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, বন্যার জল বের করতে গ্রামবাসীরা জেসিবি দিয়ে বাঁধের মাত্র ১০ মিটার চওড়া অংশ কাটলেও, তা বাড়তে বাড়তে এখন ৫০ মিটারের কাছাকাছি পৌঁছেছে। সেই কাটা অংশ এখনও চলছে ভাঙন। যা নিয়ে আগামী দিনে বিপদের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ।