অবতক খবর,৬ আগস্ট: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন সেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনা বাহিনী। উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি। যার প্রভাব পড়েছে এবার বাংলাতেও। বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ।

কড়া নজরদারি চলছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মহদিপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানী বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত দু-দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে। যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে। এছাড়াও বর্তমানে বেশকিছু ভারতীয় লরি চালক বর্তমানে বাংলাদেশে আটকে রয়েছেন বলে খবর। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোড়জোর।