অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ গত ২৩ তারিখ মহ:জাবির তার স্ত্রী আনোয়ারা বেগমকে ইসলামপুর সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি করান। দুপুর ১২টা ১৭ নাগাদ স্ত্রী বাচ্চা জন্ম দেন। এরপরে হাসপাতালের এক নার্সিং স্টাফ এসে বলেন তার ছেলে হয়েছে। এর ১৫ মিনিট পরে বেশ কিছু নার্সিং স্টাফ তার সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞাস করে তিনি কি জানেন যে তার পেশেন্ট এর কি হয়েছে ছেলে না মেয়ে? উত্তরে জাবির জানান, জানানো হয়েছে যে তার ছেলে হয়েছে । এই কথা শুনে সেই নার্সিং স্টাফেরা সেখান থেকে চলে যান। এর মিনিট দশক পরে একজন নার্সিং স্টাফ এসে তাকে জানায় তার ছেলে হয়নি তার মেয়ে হয়েছে। এই ঘটনার পরে জাবির বুঝতে পারেন না কোন কথা টি সঠিক। তাই তিনি তার স্ত্রীর সাথে কথা বলে তাবেই বুঝবেন আসলে তার ঘরে ছেলে এসেছে না মেয়ে।তার স্ত্রী ও সঠিকভাবে জানেন না তার কি হয়েছে।কারন তাকে বাচ্চা দেখানো হয়নি। এরপর তিনি প্রথমে মৌখিক এবং আজ লিখত আকারে অভিযোগ করেন এবং তার বাচ্চার ডি এন এ পরিক্ষা করানোর দাবী জানানা। আগামী বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং মহ জাবিরের মধ্যে৷ বৈঠক হওয়ার পর এই ব্যপারটি বোঝা যাবে বলে জানান রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়া লাল অগ্রবাল। অপর দিকে, বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ধরনের ঘটনা হামেশাই হচ্ছে। একটা দালাল চক্র এখানে সক্রিয়। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অভিযোগকারীদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে দালালদের সুবিধা করে দেওয়া হচ্ছে।