অবতক খবর,৮ আগস্টঃ ২১-এর বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিম তথা বাংলার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে দলীয় ভাবে পোস্টার তৈরি করে তাতে কোথাও লেখা ছিল “বাংলার গর্ব মমতা,,কোথাও আবার “দিদকে বলো, আবার কোথাও লেখা ছিল “বাংলা নিজের মেয়েকেই চায়,,।কিন্ত সোমবার সপ্তাহের প্রথম দিন উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা স্টেশনের আশেপাশে বিভিন্ন রাস্তার পাশের পাঁচিলে আবার কোথাও বন্ধ দোকানের শাটারে বড় বড় করে পোস্টার লাগানো- কি রয়েছে এই পোস্টারে?
কাছে যেতেই দেখা গেল দিদিকে বলো পোস্টারের অনুকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির দু’পাশে বান্ডিল বান্ডিল টাকার ছবি এবং উপরে বড় বড় করে লেখা রয়েছে “বাংলার লজ্জা মমতা,।এই পোস্টার পরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে গুমাতে।এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটা বিজেপির কাজ – সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই বিজেপি হারার ভয়ে তৃণমূল দলকে কালিমালিত্ত করার জন্য এই নোংরা রাজনীতি করছেন।
যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি এই ধরনের রাজনীতি করেননা।আসলে তৃণমূল সবকিছুর মধ্যেই বিজেপিকে খুঁজে পান।বিজেপি নেতাকে যখন প্রশ্ন করা হয় পোস্টার লাগানোর মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে বিজেপির কিছু কর্মীকে দেখা গিয়েছে উত্তরে বিজেপি নেতা বলেন আমার জানা নেই যারা পোস্টার লাগিয়েছেন তারা আদউ বিজেপি করেন কিনা।সব মিয়েলে পোস্টার কাণ্ডে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বলাই চলে।