অবতক খবর,১ আগস্ট: বারাসত ১২ নম্বর ওয়ার্ড সবুজ সংঘ ক্লাবে সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা।উপস্থিত বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।৩২ টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।বিধায়ক নিজেও কিছু সময় ক্যারাম খেললেন।বাবুলের সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে যে জল্পনা শুরু হয়েছে,তাতে চিরঞ্জিৎ এর মন্তব্য,সেলিব্রেটিরা এমনটাই করে।তারা যেহেতু রাজনীতির লোক নয়,সেই কারণে তাদের চড়াই-উতরাই মেনে নিতে পারব না।আর যখন তাদের সাথে এমনটা হয় তখনই তারা এই সিদ্ধান্ত নেয়।বাবুলকে ব্যক্তিগতভাবে চিনি,আমার ছবিতে ওকে দিয়ে গান গাইয়েছি,ওর বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করেছি।আমি ওর কুষ্টি করেছিলাম,তখনই বলেছিলাম ওর একটা চেঞ্জ আসতে চলেছে,তবে দেরি হবে বলেছিলাম।সেটাই হল।

এর পিছনে বাবুল সুপ্রিয়র থেকে মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সেলিব্রেটিদের ধৈর্য নেই,যে দশ বছর অপেক্ষা করে,নিজেকে প্রমাণ করে আবার ফিরে আসা।বাবুল সেলিব্রিটি, মঞ্চে গান গাইতে উঠলে আবারও মানুষের হাততালি পাবে,তাই বাবুল রাজনীতি ছেড়ে দিলেও ও মানুষের প্রিয় থাকবে বলে মন্তব্য চিরঞ্জিৎ চক্রবর্তীর।