অবতক খবর,২৯ অক্টোবর: বামাক্ষ্যাপার প্রধান শিষ্য তারা খ্যাপার হাতে প্রতিষ্ঠিত মা কালী আজও পূজিত হয় আসছেন দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকের খাঁপুর এলাকায়। মা এখানে জয় কালী নামে পরিচিতা। ঘোর তান্ত্রিক মতে পূজিতা হন এই জয় কালী। তাই এখানে মাছ মাংস ডিম সহযোগে মাকে বিরাচারী মতে পূজা করা হয়। প্রায় 300 বছরের বেশি সময় ধরে মা এখানে পূজিতা হয়ে আসছেন বলে জানা গেছে।
অতীতে এই অঞ্চলের জোরদার চট্টোপাধ্যায়ের পরিবারের দ্বারাই এই জয়কালী মায়ের পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা হয়। অতীতে মা এখানে খোলা আকাশে নিচে থাকতেন কালের নিয়মে তৈরি হয়েছে পাকা মন্দির। যদিও উপরের ছাউনি টিনেরই রয়েছে। অতীতে এই চট্টোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপূজা করা হলেও বর্তমানে সেই পুজো বন্ধ। মা কালীর উপাসক এই চট্টোপাধ্যায় পরিবার তাদের গৃহ দেবী কালীকে পঞ্চমুন্ডির আসন আজও পূজা করে থাকেন।
ঘোর বিরাচারী মতে মাকে এখানে পূজা করা হয় বলে এখানে বলি প্রথা রয়েছে। অতীতে এখানে কালীপুজোর রাতে পুজো করা হলেও কালীপুজোর দিন দুপুরে মাকে পূজা করা হয়। সারা বছর ধরে এখানে মাকে অন্নভোগ দেওয়া হয় বলে জানা গেছে। আর সেই পরম্পরা চলে আসছে বংশ-পরম্পরায় জানালেন তাই পরিবারের এক সদস্য।