অবতক খবর,৩০ ডিসেম্বর: বাম আমলের সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। পঞ্চায়েত সমিতির বরাদ্দ অর্থে ১৯৮৯ সালে সদর চোপড়ার তিস্তা মোড় এলাকায় সুকান্ত শিশু উদ্যান তৈরি করা হয়।
দীর্ঘ কয়েক বছর থেকে উদ্যানটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল।অবশেষে চোপড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি পার্কটি সংস্কার করা হয়।১ জানুয়ারি উদ্বোধন।কিন্তু তার আগেই নাম বদলের বিতর্ক দেখা দিয়েছে।এতদিন সুকান্ত শিশু উদ্যান নামে ছিল এই পার্ক।এবার সংস্কারের পর আগের নাম চাপা দেওয়াতেই বিতর্কের সূত্রপাত।যদিও বর্তমান গ্রাম পঞ্চায়েতের সাফাই ঠিকাদারের লোকজন ভুল করে সে কাজ করেছে।