অবতক খবর,৪ জানুয়ারি: বারাকপুর পৌরসভার অন্তর্গত 17 টি জায়গা কনটেইনমেন্ট জোন ও মাইক্রো কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সংক্রমিত সংখ্যা বেশি।
ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস জানান, আক্রান্তদের মধ্যে ৬ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। পুরসভার তরফ থেকে প্রত্যেকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে তাদের যেকোনো সমস্যায় পৌরসভার সাহায্য পাবেন। পুরসভার তরফে একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সহযোগিতা করার জন্য। পুরসভার তরফে সেফ হোম তৈরি আছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এখন থেকে ব্যারাকপুর ডাক্তার বি এন বোস মহাকুমা হাসপাতাল কে ৬০ বেড বাড়ানো হলো করোনা আক্রান্তের চিকিৎসা জন্য।