অবতক খবর,১০ অক্টোবরঃ বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণপুরে রমরমিয়ে চলছে পুকুর ভরাট। স্থানীয়দের অভিযোগ রেকর্ডে পুকুর থাকলেও সম্প্রতি তাদের নজরে আসে সেই পুকুর বুজিয়ে বাড়ি তৈরির কাজ চলছে জোরকদমে।
অভিযোগ এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলার ডাঃ সুমিত সাহার মদতেই চলছে এই পুকুর ভরাটের কাজ। রামকৃষ্ণপুরের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী জানান এই বিষয়ে তারা ইতিমধ্যেই জেলাশাসক ও বিএল আর ওর দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তিনি জানান শাসক দলের ভয়ে এলাকার মানুষ এখন মুখ খুলতেও ভয় পাচ্ছেন।
বিশ্বজিৎ বাবুর অভিযোগ, ভরাটের সমর্থনে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জোর করে সইও করে নেওয়া হচ্ছে। যদিও এলাকার বাসিন্দারা এই পুকুর ভরাটের বিপক্ষেই রয়েছেন। তাদের দাবি এলাকায় অগ্নিসংযোগ থেকে প্রাকৃতিক সুরক্ষা সব কিছুতেই পুকুরের ভূমিকা অনস্বীকার্য। যদিও এবিষয়ে স্থানীয় কাউন্সিলার ডাঃ সুমিত সাহা জানান,,,।