অবতক খবর, সংবাদদাতা,বারাসাত :: উত্তর 24 পরগনার সদর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে এক ভ্যান চালক কে দেখা গেল পোস্টারে পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার টানাতে। ব্যানারটি শুভেন্দু অধিকারী ছবি সহ দাদার অনুগামী নামাঙ্কিত রয়েছে।
ভ্যানচালক মোহিত বিশ্বাস জানান, দাদার অনুগামীরা আমাকে ডাকবাংলা থেকে হেলাবটতলা পর্যন্ত রাস্তার ধার ধরে এই পোস্টারগুলো ফেলতে বলেছে। তার জন্য ভ্যান ভাড়া বাবদ 400 টাকা এবং পোস্টার লাগানোর জন্য অতিরিক্ত 500 টাকায় রফা হয়েছে। হয়তো শুভেন্দু অধিকারী কাল এই রাস্তা ধরে যাবেন। মোট 40 টি পোস্টার লাগানোর কথা হয়েছে।
সাংবাদিকরা এ বিষয়ে ভ্যানচালক মোহিত বিশ্বাসকে কারা পোস্টার লাগানোর জন্য দিয়েছে একথা জিজ্ঞাসা করলে ভ্যানচালক জানায়, কারা দিয়েছে সঠিকভাবে বলতে পারবোনা, তবে তারা নিজেদেরকে দাদার অনুগামী হিসেবে পরিচয় দিয়েছে।
একই ভাবে নাদিয়া জেলার শিমুরালি থেকে চাকদহ পর্যন্ত নেশনাল হাই ওই ৩৪ ধরে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর বড় বড় কাটআউট। তবে সবকটি তে শুধুই লেখা দাদার অনুগামী। তবে করা এই পোস্টার বা কাটআউট লাগাচ্ছেন তারা সামনে আসছেন না। নদিয়া জুড়েও শুভেন্দু নিয়ে চর্চা তুঙ্গে।