অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ যুগ যুগ ধরে কংস মতে দুর্গা পূজার আয়োজন করে আসছে বালিয়া গ্রামের ঘোষ ও সিংহ পরিবারের সদস্যরা। ৭৮৫ বছর আগে জমিদার রঘুরাজ সিংহ তার জমিদারি প্রথা চালু রাখার জন্য এই দুর্গাপূজা আরম্ভ করেন । সেই সময় থেকে চিরাচরিত প্রথম মেনে বুড়িমার পুজো হয়ে আসছে বালিয়া গ্রামে।
কথিত আছে বর্গী আমলে দুর্গা ঠাকুরের চালি কেটে নিয়ে গিয়েছিল বরগিরা তখন থেকেই এই দুর্গার নাম হয় কাটাচালি দুর্গা, পূর্বে মহিষবলীর প্রথা থাকলেও এখন তা আর নেই শুধু ছাগ বলির প্রথা রয়েছে।
অন্যান্য পুজোতে যেমন দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে মহিলারা দুর্গা প্রতিমাকে বরণ করেন এখানে ঠিক তার উল্টো এখানে পুরুষদের দ্বারা দেবী দুর্গাকে বরণের রীতি চলে আসছে যুগ যুগ ধরে। আজও সিংহ ও ঘোষ পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে এই দুর্গা পূজা।