অবতক খবর,২৩ সেপ্টেম্বর: রাজ্যজুড়ে জোরকদমে চলছে কোভিড ভ্যাকসিন প্রদানের কাজ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচার চালানো হচ্ছে। তবুও কিছু মানুষ ভয় ভীতির কারণে এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদের বুঝিয়েও ভ্যাকসিন দেওয়া যায়নি। তেমনি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের বালুরঘাট পৌরসভার অন্তর্গত খাদিমপুর আদিবাসী পল্লীতে অনেকেই ভয় ভীতির কারণে এখনও ভ্যাকসিন নেননি। তাদের অনেক বুঝিয়েও ভ্যাকসিন নেওয়াতে পারেনি প্রশাসন। তাই আজ বুধবার বালুরঘাট মহকুমাশাসকের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীদের একটি টিম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এখনো যারা ভ্যাকসিন নেন নি তাদের বুঝিয়ে ভ্যাকসিন প্রদান করেন। প্রসঙ্গত বলা যায় যে,মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৫ কোটি মানুষভ্যাকসিন গ্রহণ করেছেন। এরপর নিতে সক্ষম হন নি তাদের ভ্যাকসিন প্রদানের জন্য প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।