অবতক খবর,২৬ অক্টোবর: আজ বিএসএফের ১৫২ ব্যাটালিয়ন সীমান্ত এলাকার দারভিট হাই স্কুলের মাল্টি পারপাস গ্রাউন্ডে একাধিক প্রাণঘাতী অস্ত্র প্রদর্শন করেছে। এতে সীমান্ত এলাকার জনসাধারণ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় আয়োজিত এই প্রদর্শনীতে সেনারা অস্ত্র ব্যবহার করতে আগত লোকজনকে জানান। এর উদ্দেশ্য হল আজকের তরুণ প্রজন্ম যেন বিএসএফের কাজ ও কর্তব্য সম্পর্কে জানতে পারে এবং বিএসএফে যোগদানের জন্য অনুপ্রাণিত হয়। আরও বেশি সংখ্যক মানুষ বিএসএফের কাজ ও কর্তব্য সম্পর্কে জানতে পেরেছে।