অবতক খবর, দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- প্রধানের ‘দূর্ব্যবহার’ ও বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের একশো দিনের প্রকল্পে কাজ না দেওয়ার অভিযোগ তুলে বাঁকুড়ার সিমলাপালের বিজেপি পরিচালিত বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল। মঙ্গলবার ঐ পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বাইরে বের করে তালা ঝোলানো হয় বলে অভিযোগ।
স্থানীয় তৃণমূল নেতা পার্থ সৎপতির অভিযোগ, একশো দিনের কাজ প্রকল্পে তৃণমূল সমর্থকদের কাজ দেওয়া হচ্ছেনা। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ঐ কাজ থেকে বঞ্চিত। আর সেকারণেই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েতে তালা ঝুলিয়েছেন বলে তিনি দাবি করেন।
ঐ পঞ্চায়েতের কর্মী মধুসূদন দুলে, হরিশ্চন্দ্র সিংহমহাপাত্ররা বলেন, আমাদের অফিস থেকে বের করে তালা দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে এই ঘটনা আমাদের জানা নেই। ‘অফিস আওয়ারে’র পূরো সময় পঞ্চায়েত সংলগ্ন চা দোকানের বেঞ্চে বসেই সময় কাটাবেন বলে তারা জানান।