অবতক খবর,১০ আগস্ট,মলয় দে নদীয়া:- বিগত কয়েকদিন ধরে নদীয়ার শান্তিপুর ফুলিয়া এলাকায় দুষ্কৃতী তাণ্ডব এবং ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই এবার প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে,থানা ঘেরাওয়ের ডাক দিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী।নদীয়ার ফুলিয়ায় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
চঞ্চলবাবু জানান, এক সপ্তাহের মধ্যে পুলিশ যদি কোন আসামীকে গ্রেফতার না করতে পারে, তাহলে এরপরে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে বিজেপি। তৎসহ ফুলিয়া জুড়ে হকার উচ্ছেদ সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানান, শান্তিপুরের বিডিও তৃণমূল নেতাদের অঙ্গুলী হেলনে কাজ করছে। জয়েন বিডিওর কোয়াটার দখল করে পাট্টা বের করে নেয়া হয়েছে। সেদিকে বিডিওর কোন দৃষ্টিপাত নেই।
অপরদিকে চল্লিশ -পঞ্চাশ বছর ধরে যে সমস্ত মানুষ ব্যবসা করে খাচ্ছে তাদেরকে উচ্ছেদের ডাক দিয়েছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। তাদের দাবি পুনর্বাসন দিতে হবে দলিল দিয়ে।একটি সরকারি জায়গা থেকে অপর একটি সরকারি জায়গায় এবং দূর দূরান্তে পুনর্বাসন দিয়ে এই সমস্ত ব্যবসায়ীদের পেটে লাথি মারা একেবারে বরদাস্ত করবে না বিজেপি।
পরবর্তীতে বৃহত্তর আন্দোলন এবং প্রতিবাদ করবে বিজেপি কর্মী সমর্থকরা এবং জনপ্রতিনিধিরা। সুতরাং পূজোর আগে যদি এই সমস্ত হকারদের ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা করে বিডিও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি।