অবতক খবর,২১ ফেব্রুয়ারী,মালদা:- এবার বিজেপিতে গোষ্ঠী কোন্দলের ছবি ধরা পড়ল মালদার মোথা বাড়িতে।মোথাবাড়ি-২ মন্ডল সভাপতি নির্বাচনে যাকে মণ্ডল সভাপতি করা হয়েছে তিনি মন্ডল সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেই টাকার বিনিময়ে দক্ষিণ মালদা DRO শুভেন্দু সরকার, জেলা সভাপতি -পার্থ সারথি ঘোষ, জোন-কনভেনর -গোবিন্দ চন্দ্র মন্ডল অর্থের বিনিময়ে মন্ডল সভাপতি করেছেন। এমনটাই অভিযোগ মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া গ্রামে ।।
এদিন বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান ।।
যিনি দু’বছর ধরে পার্টির কোনও দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না তাকে মন্ডল সভাপতি করেছেন। তাই এই বিক্ষোভ ।।