অবতক খবর,২৮ আগস্ট,মধ্যমগ্রাম :বনধ নিয়ে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ জানালেন।
বিজেপির ডাকা বাংলা বন্ধ নিয়ে উত্তর ২৪ পরগনা সার্বিক ছবি এবং এই বনধ আসলে সফল নয়,কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া।
ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা ঘটেছে,মন্ত্রী সংবাদমাধ্যমে দেখেছেন।কে বা কারা এই ঘটনায় যুক্ত তা পুলিশ তদন্ত করে দেখবে।
আর জি কর এর ঘটনার প্রতিবাদ দিয়ে রাজ্যের সকলে ন্যায্য বিচার চেয়ে পথে নেমেছিলো।রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও এই ঘটনার বিচার চেয়ে পথে নেমেছে,সেখানে গতকাল নবাম্ন ঘেরাও করার নামে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে বলে যে দাবি করেছে,তা আসলে বিজেপির ছিলো তা পরিস্কার গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর ১২ ঘন্টা বাংলা বনধ ঘোষণা থেকেই পরিস্কার বিজেপির পরিকল্পিত গতকালের কর্মসূচি ছিলো।জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।