অবতক খবর,২৮ আগস্ট,বাঁকুড়াঃ- বাঁকুড়ায় দ্বিতীয় দিনে সি.বি.আই এর তদন্তকারী দল ইন্দাস ও কোতুলপুরে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনা স্থল পরিদর্শন করলেন।
আদালতের নির্দেশে ভোট পরবর্ত্তী হিংসার তদন্তে বাঁকুড়ায় এসে পৌঁছেছে সি.বি.আই এর বিশেষ তদন্তকারী দল। শনিবার দ্বিতীয় দিনের তদন্তে সি.বি.আই এর ঐ তদন্তকারী দলটি ইন্দাসের নাড়রা গ্রামের অরুপ রুইদাসের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেই বাঁকুড়া-পূর্ব বর্ধমান সীমান্তের খণ্ডঘোষে যান।
প্রসঙ্গত, গত ৫ মে এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ও বিধানসভা নির্বাচনে ঐ দলের বুথ এজেন্টের দায়িত্বে থাকা অরুপ রুইদাসের খণ্ডঘোষ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে শুক্রবারই মৃত অরুপ রুইদাসের বাড়িতে যান সি.বি.আই এর তদন্তকারী দলের সদস্যরা।
অন্যদিকে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছিল কোতুলপুর থানার রায়বাঘিনী গ্রামের কুশ ক্ষেত্রপাল।
পরিবারের লোকের অভিযোগ কুশ ক্ষেত্রফলের দাদা ছিল বিজেপির বুথ এজেন্ট শুধুমাত্র তার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসার বলি হয় ওই যুবক।
কুশ ক্ষেত্রপালের বাড়ির পাশেই থাকা একটি পুকুর থেকে তিনদিন বাদে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন সি.বি.আইয়ের এই তদন্তকারী দলটি।
এমনকি ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয় সি.বি.আই এর পক্ষ থেকে।