অবতক খবর , রাজ্ , হাওড়া :- শিয়রে বিধানসভা নির্বাচন। রাজ্যে বেজে গেছে ভোটের দামামা। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সহ রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী করেই ভোট প্রচারের প্রথম পর্ব দেওয়াল লেখা শুরু হলো হাওড়া পুর নিগমের ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
জননেত্রী মমতা ব্যানার্জি কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন ফুটে উঠলো শাসক দলের দেওয়াল লিখনে। সমগ্র হাওড়া জেলার মধ্যে প্রথম দেওয়াল লিখন শুরু হলো বালি বিধানসভার অন্তর্গত জি টি রোডে।
এই প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র দাবি করেন রাজ্যের ২৯৪ টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী। তাই আমরা প্রচার শুরু করেছি। দেওয়াল লেখার কাজ শুরু করেছি। তিনি দাবি করেন তারা প্রচারে ও দেওয়াল লিখনে এগিয়ে আছেন। ভোটের ফলাফলেও এগিয়ে থাকবেন। তিনি দাবি করেন ২৯৪ টি কেন্দ্রেই দিদি প্রার্থী।
তিনি আরো জানান তাদের দেওয়াল লিখনে বাংলার যারা মিরজাফর তাদের কেউ তুলে ধরা হয়েছে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নাম নয় একটা আবেগ। কন্যাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি বাংলার মানুষের বুকে বাস করেন। তাই তিনি দাবি করেন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন। পরেও তিনি থাকবেন।