বিপন্নতা
তমাল সাহা

বিপন্নতা শব্দটি সঠিক ভাবে
উচ্চারণ করেছো কোনোদিন?
শব্দটির উৎসমুখ কোথায়
শব্দটি উচ্চারিত হয় কেন
বিপন্নতা….আ….আ
কতদূর যায়!

বিপন্ন না হলে কি আসে সৃজন?
একাত্ম বিপন্ন বোধ থেকে
জাগতিক বিচ্ছুরণ
তিমিরতা থেকে আলোর উদ্ভাস
অন্ধকার তো বিপন্নতারই ছবি
তাই রাত্রির আঁধারে চন্দ্রমা জ্বলে
নক্ষত্রখচিত আকাশ।

বিপন্নতা নিয়ে কত মানুষ আত্মহত্যা করে
কত বিপন্ন মানুষ নদীপারে
দাঁড়িয়ে দেখে জলরেখা
বিপন্ন স্রোত,স্বরূপ আঁকাবাঁকা
কেউ দেখে সমুদ্র সৈকতে
আছড়ে পড়ে ঢেউ
পেছনে ছায়া পড়ে হয়তো বা
তোমারই আশ্রয় খোঁজে কেউ।

বাতাসও বিপন্ন হয়
ছুটতে থাকে
সে কী তার দৌড়!
সূর্যেরও বিপন্নতা আছে
তারও বুকে লাগে গ্রহণের ঢেউ।

সময় বিপন্ন হয়
বিপন্ন বিস্ময় তখন
খেলা করে আমাদেরই ঘরে
চৈতন্যে জোয়ার লাগে
বিপন্নতা আমাদের এক করে।