অবতক খবর , শিলিগুড়ি , ২০ আগস্টঃ শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ রোডে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার মাঝরাতে প্রথমে একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই দমকলকে খবর দেওয়া হয়। দমকল আসার আগে আগুন পাশের গুদাম ও একটি প্রাইমারি স্কুলে ছড়িয়ে পড়ে। প্রতিটি গুদামেই পুরোনো কাগজ ও প্লাস্টিক মজুত ছিল। যেকারণে আগুন নেভাতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে দমকল কর্মীদের। পরে পুরনিগমের সাফাই কর্মীদের সাহায্যে গুদামগুলি থেকে প্রচুর কাগজ ও প্লাস্টিক সামগ্রী বের করা হয়।
প্রসঙ্গত, ওই একই জায়গায় এর আগেও বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছে। তবে বারংবার একই জায়গায় কীভাবে আগুন লাগে তা নিয়েও প্রশ্ন উঠছে। কোনও গুদামেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। প্রচুর পরিমাণে সেখানে কাগজ ও প্লাস্টিক থাকায় মাঝেমধ্যেই সেখানে আগুনের ঘটনায় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দমকল আধিকারিকেরা।
এদিকে গুদাম থেকে আগুন পার্শ্ববর্তী একটি সরকারি প্রাইমারি স্কুলে ছড়িয়ে পড়ে। স্কুলে থাকা অধিকাংশ আসবাবপত্র ও পড়ুয়াদের বসার বেঞ্চ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছান স্কুলের শিক্ষকেরাও। বিষয়টি শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও জানানো হয়েছে।