অবতক খবর,৮ আগস্ট: বিভাগীয় বীমা কর্মচারী সমিতির উদ্যোগে
এলআইসি ইসলামপুর শাখার
ব্যবস্থাপনায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে।

এই বছরই প্রথম রক্তদান শিবির আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে বলে জানান সদস্যরা তারা আরো জানান।
ইসলামপুর ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে এই রক্তদান কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলেন কিছুটা হলেও ঘাটতি মেটানো যাবে ।

তবে রক্তদানে আরো এগিয়ে আসার জন্য আবেদন করেন । বলেন আমরা তিরিশ ইউনিট রক্তর দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি তবে তা পূর্ণ হবে হবে বলে জানান।
আরো বলেন আমরা মনে করি রক্তদান একটি সামাজিক কাজ এবং তিনি আরো বলেন এলআইসি কর্মচারী সমিতি বিগত দিনেও অনেক সামাজিক কাজ করেছেন এবং আগামী দিনেও আরো এরকম সামাজিক কাজ তারা করবেন।