রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    আজ উলুবেরিয়াতে দলীয় অনুষ্ঠানে এসে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে বিজেপির এই রাজ্য নেতা। তিনি অভিযোগ করেন এই রাজ্যে নিজের বাড়িতে কোনো মহিলা নিরাপদ নয়। বাগনান কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন রাজ্যে আইনের কোনো শাসন নেই। বাড়ির ছাদেও কোনো মহিলা সুরক্ষিত নয়। তিনি তৃণমূল কংগ্রেসকে ঘৃণ্য রাজনৈতিক দল বলে অভিহিত করে বলেন এই সত্যিটা যখন মানুষের সামনে প্রমাণিত হয় গেছে তখন তারা বিরোধী দলের কর্মীদের নামে মিথ্যে অপবাদ দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাছে। এটা তৃণমূলের পুরানো অভ্যাস যেটা তারা সিপিএমের থেকে পেয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন রাজ্যে লুঠ চলছে। এর আগে চাল গম লুঠ করেছে এখন আমফানের ত্রাণ লুঠ করছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে প্রতিটা বিডিও অফিসে ত্রাণ প্রাপকদের নামের তালিকা প্রকাশ করে টাঙানো হবে। সেই প্রসঙ্গে এই বিজেপি নেতা বলেন শুধু নামের তালিকা টাঙালেই হবে না। যে সমস্ত নেতারা ত্রাণ লুট করে এখন জনগণের চাপে ত্রাণ ফেরৎ দিচ্ছে তাদের নামের তালিকা ও তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যাবস্থা নিচ্ছে তারও তালিকা টাঙানো প্রয়োজন।