অবতক খবর,১ মার্চ: রাজ্যজুড়ে যখন স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে তখনও বন্ধ থাকল বিশ্বভারতীর হোস্টেল। আর তার জন্য বিক্ষোভে ফেটে পড়ল পড়ুয়াদের আন্দোলন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুলেছে, কিন্তু বন্ধ রাখা হয়েছে স্রেফ হোস্টেল। তাতেই প্রবল সমস্যায় পড়েছেন পড়য়ারা। এই নিয়ে আজ বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।
আজ সকাল থেকেই এরপর এক ভবন বন্ধ করে দেওয়া হয়। ভাষাভবন, বিদ্যাভবন, পাঠভবন, শহর সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। হোস্টেল খোলার দাবির পাশাপাশি অনলাইনে পরীক্ষার দাবি তোলা হয়। সমস্ত ভবনের গেট বন্ধ থাকলেও টপকে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। কার্যত সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা। ফের পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি,গেট টপকে, বিভিন্ন ভবনের ধুকে পরে পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয়ের একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলে যায় পড়ুয়ারা। বিশ্বভারতীর রেজিস্টারকে ঘেরাও করে রাখে পড়ুয়ারা।সকাল থেকে এখনও পর্যন্ত রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। হস্টেল খোলার দাবি আদায় না হওয়া পর্যন্ত পড়ুয়ারা নড়বেন না বলে অনড়।প্রায় ৭-৮ ঘন্টা ঘেরাও বিশ্বভারতীর রেজিস্টার সহ অন্যান্য আধিকারিকরা,রাতেও চলছে ঘেরাও কর্মসূচি বিক্ষোভরত পড়ুয়াদের।