আসামে গেরুয়া সরকার জানিয়ে দিয়েছেন কমরেড, লাল সেলাম শব্দ দুটি উচ্চারণ বন্ধ। কমিউনিস্ট ম্যানিফেস্টো রাখা যাবেনা ঘরে। আর কি কি নির্দেশ জারি হবে তার আগাম শুনুন
বিস্ফোরক
তমাল সাহা
টলস্টয়কে চেনেন?
ওয়ার অ্যান্ড পিস কি জানেন?
কার্ল মার্কসের নাম শুনেছেন?
দাস ক্যাপিটাল আবার কি?
মাও-সে-তুং কিংবা গেরিলা যুদ্ধের রণনীতি— এ সম্পর্কে বোঝেন বা জানেন কি কিছু?
শুনুন এদের ধারকাছ দিয়েও যাবেন না।
বাড়িতে মানে বইয়ের তাকে তো রাখবেনই না—এইসব মহান ব্যক্তিত্বের বই ও ছবি
বরঞ্চ জেনে রাখুন
এগুলো স্বয়ংক্রিয় আগ্নেয় বস্তু।
যেকোন মুহূর্তে বিস্ফোরণ ঘটে যেতে পারে।
এ সবই রাষ্ট্র বিরোধিতার অনুষঙ্গ।
ঘুরিয়ে না বলে স্পষ্ট বলাই ভালো।
এটা রাষ্ট্রদ্রোহিতা—
আপনি যদি এর সঙ্গে যুক্ত থাকেন আপনি রাষ্ট্রদ্রোহী।
আশ্চর্য এই দেশ!
টলস্টয়, মার্কস, মাও-রা
কোনো দিন রাষ্ট্রদ্রোহী হয়?
উত্তর পূর্ব গোলার্ধের এই দেশে রবীন্দ্রনাথ জন্মেছিলেন
বলে কি আপনার লজ্জা হয়?
রবীন্দ্রনাথ
কমরেডদের দেশ
লাল সেলামের দেশ
রাশিয়ায় গিয়েছিলেন বলে কি
আপনি অপমানিত বোধ করেন?