অবতক খবর,১৩ সেপ্টেম্বর: কোচবিহারের বক্সিরহাটে বিডিও অফিসে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি কথা ঘোষণা করেছিল তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতি রাভা রায়। পূর্বঘুষিত কর্মসূচি অনুযায়ী তারা যখন বিডিও অফিসের দিকে যাচ্ছিল সেই সময় আসাম-বাংলা সংযোগকারী জাতীয় সড়কের বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।

অভিযোগ বিডিও অফিসের কিছুটা দূরে তৃণমূলের কর্মী সমর্থকেরা জরো হয়ে ছিলেন। এই প্রসঙ্গে মালতি রাভা রায় বলেন – তুফানগঞ্জ দুই ব্লক এ বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিতে যাব অনুমতি নেওয়া ছিল কিন্তু তারপরেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে বারবার পুলিশকে বলার পরেও পুলিশ আলোচনার কথা বলছে সে কারণেই বাধ্য হয়ে আমরা জাতীয় সড়ক অবরোধ করে অবস্থানে বসেছি।

এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগগা বলেন – অনুমতি নেওয়ার পরেও আমরা ভিডিও অফিসে বিক্ষোভ অবস্থান করতে পারলাম না উল্টো আমাদের মাইক খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে দিচ্ছে না অথচ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সেই জায়গায় রয়েছে বাধ্য হয়ে আমরা যখন জাতীয় সড়ক অবরোধ করছি তখন পুলিশ আমাদের তুলে দিতে চাইছে। এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

যদিও এখনো এ বিষয়ে তৃণমূলের কোন বক্তব্য পাওয়া যায়নি।