অবতক খবর,৭ মার্চ: প্রায় দু’বছর পর আজ পরীক্ষাকেন্দ্রে বসে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা তো হলে বসে পরীক্ষা দেবে। কিন্তু অভিভাবক-অভিভাবিকা যারা গেছেন পরীক্ষার্থীদের সঙ্গে তাদের কথা মাথায় রেখে বীজপুরের প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে ত্রিপল দিয়ে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় তাদের জন্য চা জল পানের ব্যবস্থাও করা হয়েছে। আর এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং যুবনেতা কমল অধিকারীর উদ্যোগে এবং সহযোগিতায়। আর এই সকল ব্যবস্থা খতিয়ে দেখছেন স্থানীয় কাউন্সিলর এবং কর্মীরা।

আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সবকিছু ঠিকঠাক আছে কিনা, অভিভাবক-অভিভাবিকাদের কোন সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সমস্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বীজপুরের যুব নেতা কমল অধিকারী। কথা বললেন অভিভাবক-অভিভাবিকাদের সঙ্গে। তাদের কোনকিছু প্রয়োজন কিনা বা কোন সমস্যা হচ্ছে কিনা সেইসব নিয়ে কথা বলেন তাদের সাথে।