অবতক খবর,১৮ এপ্রিল: আজ ১৮ এপ্রিল বীজপুরের প্রাক্তন বিধায়ক নির্ঝরিণী চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হল শ্যামনগরে। নির্ঝরিণী চক্রবর্তীর জীবন সংগ্রাম ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গিয়েছে। বামপন্থী আন্দোলনের মধ্য দিয়ে তিনি নিজেকে উন্নীত করেছিলেন। শিক্ষা জগতে তিনি যথাযোগ্য ভূমিকা পালন করে গিয়েছেন। দারিদ্র্যের দানবের কাছে তিনি মাথা নত করেননি। সংগ্রামই ছিল তাঁর জীবনের মূল উপজীব্য। তাঁর স্মরণে আজ শ্রদ্ধা জানানো হয় শ্যামনগরে।
কাঁচরাপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকেন সদস্য শম্ভু চ্যাটার্জী, শঙ্করলাল বসাক, হাবলি সরকার। এই স্মরণ সভায় বক্তব্য রাখেন শম্ভু চ্যাটার্জী। তিনি নির্ঝরিণী চক্রবর্তীর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক, তাঁর মাতা সবিতা চ্যাটার্জী মহিলা সংগঠনের নেত্রী ছিলেন, তাঁর সঙ্গে নির্ঝরিণী চক্রবর্তীর একাত্মবোধ, সংহতির কথা যেমন তুলে ধরেন, তেমন তিনি আজীবন যে সংগ্রাম করেছেন, ৭২-এ যে সন্ত্রাসের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন সেই সমস্ত ঘটনাবলি বিশদভাবে বর্ণনা করে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।