অবতক খবর,১৫ সেপ্টেম্বর: ৮ এবং ১৪ সেপ্টেম্বর তৃণমূল বীজপুর জুড়ে কেন্দ্রবিরোধী আন্দোলন গড়ে তুলেছে। এই প্রচার সভাগুলি হয়েছে কাঁচরাপাড়া লেনিন সরণি স্থিত সিটি লাইফের সামনে, বাগমোড় চৌমাথা, হাজিনগর নেলসন রোডে এবং ১৪ই সেপ্টেম্বর এই কেন্দ্রবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে কাঁচরাপাড়া শ্রীলক্ষ্মী সিনেমার বিপরীতে, হালিশহর চৌমাথা বাজারে এবং হাজিনগর পেপার মিলের সামনে। তৃণমূলের বীজপুরের যারা উচ্চতম নেতৃত্ব তাদের প্রত্যেককে উপস্থিত দেখা গেছে সেই প্রচার সভাগুলিতে। কিন্তু হালিশহরের প্রাক্তন পৌর প্রধান এবং প্রাক্তন পৌর প্রশাসক অংশুমান রায়কে কোন সভাতেই উপস্থিত থাকতে দেখা যায়নি। এই নিয়ে বীজপুর অঞ্চলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে।
অনেকেই মনে করছেন যে,এর পেছনে তিনটি কারণ রয়েছে। ১. জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দ্বারা তিনি অপমানিত হয়েছেন। তাকে স্পষ্টাস্পষ্টি আমফানে দুর্নীতিগ্রস্ত বলে তিনি এক প্রেস মিটে বলেছেন। ২. অনেকেই মনে করছেন কোন সভাতেই আসলে তৃণমূল দলের নেতৃত্বের পক্ষ থেকে তিনি ডাক পাচ্ছেন না। অথবা ৩. তিনি অপমানিত বোধ করায় নিজেই যাচ্ছেন না। ফলে তৃণমূল দলের কর্মীদের মধ্যে শুধু নয় বীজপুরের জনসাধারণের মধ্যেও এই নিয়ে একটা রহস্যের সৃষ্টি হয়েছে। কেন অংশুমান রায় এই সভাগুলিতে উপস্থিত থাকছেন না!
এদিকে পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি বলেছিলেন যে তিনি অংশুমান রায়কে সেইভাবে দুর্নীতিগ্রস্ত বলেননি। পরবর্তীতে জানা গিয়েছিল যে অংশুমান রায়কে দলে একটি বিশেষ পদ দেওয়া হবে এবং দল তাকে একটি বিশেষ ভূমিকা নিয়ে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারে কোন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বা দলগতভাবে জানা যায়নি।