অবতক খবর,৭ নভেম্বর: ৭ নভেম্বর মহান নভেম্বর বিপ্লব এক আন্তর্জাতিক ঘটনা। “দুনিয়া কাঁপানো দশদিন” এই বাক্যটি কিংবদন্তি হয়ে গিয়েছে। সর্বহারা রাজনীতির মহান শিক্ষক মহামতি লেনিনের নেতৃত্বে এই রাষ্ট্রবিপ্লব সংঘটিত হয় সর্বহারা শ্রেণীর স্বার্থে। এই নভেম্বর বিপ্লব আজ ১০৫তম বর্ষ দিবস।
এই মহান বিপ্লবকে কেন্দ্র করে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় কাঁচরাপাড়া হালিশহরের বিভিন্ন অঞ্চলে সিপিএম লোকাল কমিটির আয়োজনে। কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডেই এই নভেম্বর দিবস পালন করা হয়।
এটি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিজয় উৎসব নয়। দুনিয়ার সমস্ত শ্রমিক শ্রেণী, মেহনতী জনতার কাছে এটি একটি ঐতিহাসিক দিন। ফলত বিশ্বের সর্বত্র এই দিবসটি পালনের সঙ্গে সঙ্গে শহিদদের যথাযোগ্য সম্মান এবং স্মরণ করে এদিন মহামতি লেলিনকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। মহামতি লেলিন বিশ্বের ইতিহাসে এক কিংবদন্তি রাজনৈতিক নেতা তো বটেই, তিনি একজন মহান শিক্ষক।