অবতক খবর,২৮ এপ্রিল: উত্তর চব্বিশ পরগণা জেলা হটস্পট হিসেবে অনেক আগেই চিহ্নিত হয়েছে। সাম্প্রতিকালে ব্যারাকপুর মহকুমা অঞ্চলে করোনা সংক্রমণের একের পর এক সংবাদ পাওয়া যাচ্ছে। ফলত,বীজপুর থানা অত্যন্ত সক্রিয় হয়েছে।
ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুর,পানিহাটি,উত্তর দমদম কয়েকটি এলাকায় সংক্রমণ দেখা দিয়েছে। ফলত,বীজপুর প্রশাসন অত্যন্ত সক্রিয় হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান বেলা ১২টার মধ্যে খোলা করে দিতে হবে, এমনই জানালেন ব্যবসায়ীরা। বীজপুর পুলিশ প্রশাসন তাদের এমনই নির্দেশ দিয়ে গিয়েছেন এবং বিকেলেও কোনরকম দোকানপাট আর খোলা যাবে না।
তবে জরুরি যে সমস্ত পরিষেবা মূলক দোকান রয়েছে যেমন ওষুধের দোকান, এগুলিই কেবলমাত্র খোলা থাকবে।
আজও বীজপুর পথে নেমে সক্রিয়ভাবে টহল দেয় ও নজরদারি চালায়।