অবতক খবর: শনিবার, আজ রাজ্যে পঞ্চায়েত ভোট। নিয়ম মতো আগের দিন রাতে বুথে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু নিরাপত্তার জন্য ছিল না কেন্দ্রীয় বাহিনী৷ রাত থেকেই ভোট কর্মীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ শেষমেশ প্রাণের ভয়ে বুথ ছেড়ে পালিয়ে এলেন ভোটকর্মীরা৷ তালাবন্ধ হয়ে রইল বুথ৷ এমনই ঘটনা ঘটেছে মালদহের গাজোলে৷
পঞ্চায়েত ভোটের সকালে মালদহের বুজরুক বান্দাইল এসএসকে-র ১২২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লাইন পড়েছিল৷ কিন্তু বুথ ছিল তালাবন্ধ৷ খোঁজ নিতে গিয়ে জানা যায়, রাতেই বুথ ছেড়ে পালিয়ে যান ভোটকর্মীরা৷
অন্যদিকে, এক ভোটকর্মী বলেন, রাতে আমরা বুথে গিয়ে কাজ শুরু করি৷ রাতে সেক্টর অফিসার একজন পুলিশকর্মী নিয়ে বুথে যান৷ আমরা তখনই জানাই যে আমাদের হুমকি দেওয়া হচ্ছে৷ কিন্তু ওনারা আমাদের সাহস জুগিয়েই ফিরে আসেন৷ এর পর রাত এগারোটা থেকে ফের আমাদের হুমকি দেওয়া শুরু হয়৷ আমরা সেক্টর অফিসারকে ফোন করি৷ কিন্তু কেউ আসেননি৷ শেষে প্রাণ বাঁচানোর জন্য রাতেই আমরা ওখান থেকে ফিরে আসি৷
রাতেই ওই ভোটকর্মীরা ব্যালট বাক্স সহ ডিসিআরসি সেন্টারে ফিরে আসেন৷ সকাল পর্যন্ত বুথে যাননি তাঁরা৷ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোট করাতে যাবেন না৷ ফলে তৈরি হয় জটিলতা৷ ওই বুথে বন্ধ থাকে ভোট গ্রহণ৷