অবতক খবর, সৌভিক দত্ত, জলপাইগুড়ি :: বুনো হাতির তান্ডবে ভেঙ্গে তছনছ হলো বসতবাড়ি ও ঘরে মজুত রাখা খাদ্যশস্য। প্রসঙ্গত জানাগেছে সোমবার ভোররাতে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার খয়েরডাঙায় বুনো হাতির হামলায় একব্যাক্তির রান্নার ঘর,শোবার ঘর ভেঙ্গে ফেলে বুনো হাতি। এই ঘটনায় উক্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে এদিন ভোররাত তিনটা নাগাদ পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে বুনো দাতাল হাতি বেড়িয়ে এসে বুদ্ধিমান দোর্জির প্রথমে রান্না ঘর ভেঙ্গে দেয়। সেখানে মজুত রাখা চাল ডাল সহ আনাজপাতি খেয়ে নষ্ট করে।এরপরই শোবার ঘরের সামনে দিকটা ভেঙ্গে দেয়। সেই সময় বুদ্ধিমান বাবু তার পরিবারকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন। হাতিটি প্রায় আধঘন্টা এলাকায় তান্ডব চালিয়ে সমস্ত কিছু তছনছ করে সারে তিনটা নাগাদ ফের জঙ্গলে চলে যায়। স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকায় মাঝেমধ্যেই বুনো হাতির দল জঙ্গল থেকে বেড়িয়ে এলাকায় তান্ডব চালায়।