অবতক খবর , অভিষেক দাস, মালদাঃ – অতিবৃষ্টি তে ভাসল প্রাই ৩০০ একর সবজি ক্ষেত। আড়াই কোটির ও বেশি টাকা ক্ষতির মুখে কৃষকরা। মালদার মানিকচকের বিশেষত নূরপুর অঞ্চলে কয়েকশো একর এলাকাজুড়ে সবজি চাষ হয়ে থাকে। সারা জেলা জুড়ে সবজির চাহিদা মেটায় এই এলাকার সবজি চাষ। তবে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে এই এলাকার কয়েকশ একর সবজি ক্ষেত জলের তলায়। ফলে প্রচন্ড ক্ষতির মুখে সবজি চাষিরা ।সবচেয়ে খারাপ অবস্থা লিজ চাষীদের ।বিঘা প্রতি মোটা টাকায় লিজ নিয়ে চাষ করতে হয় ।সবজি চাষীদের দাবি বিঘা প্রতি সবজি চাষে খরচ প্রায় আশি হাজার টাকা ।কিন্তু এখন সবই জলে ।সবজি ক্ষেত এর উপর বৃষ্টির জল থৈ থৈ করছে।

ফুলকপি ,বাঁধাকপি ,বিভিন্ন রকম শাক সবজির গাছ জলের তলায়। নার্সারিতে তৈরি শাক সবজির চারা গাছ জলের তলায়। সবজী চাষিরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাদের সবজি ক্ষেত বাঁচাতে। চলছে পাম্পের সাহায্যে ক্ষেতের বাইরে জল ফেলার কাজ ।আবার কেউ কেউ বালতি বালতি করে জমি থেকে জল সরানোর চেষ্টা করছেন। যদি কোন উপায়ে চারা গাছ গুলি কে বাঁচানো যায় ।কিন্তু বৃথা চেষ্টা ।আবারো বৃষ্টিতে যে কে সেই অবস্থা। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই , এই এলাকার সবজি চাষিদের ।তাদের দাবি নুরপুর অঞ্চলের প্রায় ৩০০ একরের ও বেশি সবজি ক্ষেত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ডুবে গেছে ।তাদের আরও দাবি চাষ করতে বিঘা প্রতি খরচ প্রায় আশি হাজার টাকা ।তাদের মতে মোট ক্ষতির পরিমাণ মেরেকেটে প্রায় আড়াই কোটি টাকা। এখনো কৃষকরা আশা করছেন ভগবান তাদের দিকে মুখ তুলে তাকাবেন।বন্ধ হবে বৃষ্টি ।কিন্তু গত কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় মাথায় হাত সবজি চাষিদের।তবে ক্ষতির মুখে পড়া সবজি চাষিদের পাশে থাকার আশ্বাস দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। গৌড় বাবুর বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।